বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

এনসিএলে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের জয়

  • প্রকাশের সময় : ১৯/১১/২০২৪ ১২:০৭:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

৫ উইকেট পেলেন খালেদ আহমেদ। তার চমৎকার বোলিংয়ে ঢাকা মেট্রোকে গুঁড়িয়ে ইনিংস ব্যবধানে জয় পেলো সিলেট। জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে সিলেটের পাশাপাশি তিন দিনের মধ্যেই জিতেছে ঢাকা বিভাগ ও চট্টগ্রাম। ইমরুল কায়েসের বিদায়ী ম্যাচে খুলনার বিপক্ষে ঝড়ো ফিফটি করে ম্যাচ শেষ করেন ঢাকার ওপেনার রনি তালুকদার।


সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৯ উইকেটে হারায় ঢাকা। ১০৪ রানের লক্ষ্য মাত্র ১৭.২ ওভারেই ছুঁয়ে ফেলে তারা। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের বিদায়ী ম্যাচে শেষ ওভারে বল তুলে নেন ইমরুল কায়েস। তার দ্বিতীয় বলে ম্যাচ শেষ করে দেন রনি তালুকদার। বোলারদের দাপটের ম্যাচে প্রথম ইনিংসে ১৭২ রান করে খুলনা। পরে ঢাকাকে ১৬০ রানে গুঁড়িয়ে দিয়ে তারা পায় ১২ রানের লিড। তবে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে খুলনাকে মাত্র ৯১ রানে অলআউট করে দেয় ঢাকা বিভাগ।


ম্যাচের তৃতীয় দিন রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই জয়রাজ শেখের উইকেট হারায় ঢাকা। তবে এরপর আর সাফল্য পায়নি খুলনা। মাত্র ৯৯ বলে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন রনি ও আরিফুল ইসলাম। ৮ চারের সঙ্গে ৩ ছক্কায় ৫৪ বলে ৬২ রান করেন রনি। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ঢাকার পেসার সুমন খান। পাঁচ ম্যাচে ঢাকার এটি প্রথম জয়। সঙ্গে ৪ ড্রয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে তারা। সমান ম্যাচে এক জয়, এক পরাজয় ও তিন ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে খুলনা।


খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসেও সিলেটের পেসারদের আগুনে পুড়েছে ঢাকা মেট্রোর ব্যাটিং। তাদেরকে মাত্র ১০৭ রানে গুটিয়ে দিয়ে ইনিংস ও ১৩৯ রানে জয় পায় সিলেট। প্রথম ইনিংসে মেট্রোর ১৩০ রানের জবাবে ৩৭৬ রান করেছিল তারা। পাঁচ ম্যাচে সিলেটের এটি তৃতীয় জয়। এর সঙ্গে আরও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল তারা। সমান ম্যাচে দুটি করে জয়-পরাজয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মেট্রো। একমাত্র ইনিংসে চমৎকার সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সিলেটের অধিনায়ক অমিত হাসান। ৪৫ রান খরচায় ৫ উইকেট নেন খালেদ। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার অষ্টম ৫ উইকেট। আরেক পেসার রেজাউর রহমান রাজার শিকার ৩টি।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ৯ উইকেটে জিতেছে স্থানীয় দল। ৮১ রানের লক্ষ্য ছুঁতে তাদের লেগেছে ১৭.৪ ওভার। প্রথম ইনিংসে রাজশাহীর ১১২ রানের জবাবে চট্টগ্রাম করে ২৫২ রান। ১৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ২২০ রান করতে পারে রাজশাহী। ৮ উইকেটে ২০২ রান নিয়ে খেলা শুরু করে সোমবার আর মাত্র ১৮ রান করে রাজশাহী। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন আহমেদ শরিফ। পাঁচ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠেছে চট্টগ্রাম। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে রাজশাহী।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি