বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

স্কুলে যাওয়া নিয়ে ঝগড়া, ভাইয়ের ওপর অভিমানে ভাইয়ের আ ত্ম হ ত্যা

  • প্রকাশের সময় : ১৮/১১/২০২৪ ০৬:৪০:২৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
376

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছোট ভাইয়ের ওপর অভিমান করে বড় ভাই মো.হাবিবুর রহমান (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন।


সোমবার(১৮ নভেম্বর)দুপুর ১২ টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।


হাবিবুর রহমান (১৪) ওই গ্রামের মো.নাজিম উদ্দিনের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা বাড়ীতে না থাকায় হাবিব তার আপন ছোট ভাই শাহিন আহমেদ (১১) এর সঙ্গে বিদ্যালয়ে যাওয়া নিয়ে ঝগড়া করে। পরে অভিমান করে তার নিজ বসতঘরের তীরের সাথে রশি দিয়া গলায় ফাঁস লাগায়। তাৎক্ষনিক ছোট ভাই শাহিন আহমেদ বসতঘরে গিয়ে হাবিবকে ফাঁস লাগানো অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে হাবিবকে নিচে নামিয়ে চিকিৎসার জন্য দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি