বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

হকনগর কমিউনিটি গ্রুপের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : ১৮/১১/২০২৪ ০২:০৬:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
74

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর রেষ্ট হাউজে কমিউনিটি গ্রুপের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) আয়াজনে এই প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি গ্রুপকে কার্যকরী ও শক্তিশালী করন এবং কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি গ্রুপ এর সদস্যদের ক্ষমতা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক নুরুল আমিন।


প্রশিক্ষণে গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা, মায়ের প্রথম শাল দুধের উপকারিতা, মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাচ্চা ভুমিষ্ট হওয়ার পর ৬ মাস পর্যন্ত কেবল মায়ের বুকের দুধ এবং ৬ মাসের পর থেকে ৮ মাস পর্যন্ত শিশুকে বাড়তি ঘন, নরম, চটকানো, এক পোয়া বাটির অর্ধেক খাওয়াতে হবে বলে আলোচনা করা হয়। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার প্রভিডার (CHCP) মো:কামরুল ইসলাম, পরিবার কল্যান সহকারী খোদেজা বেগম,স্বাস্থ্য সহকারী মো:ওয়াসিম উদ্দিন, কমিউনিটি নিউট্রিশন এন্ড হেলথ এক্টিভিটি (CNHP) এর ইউনিয়ন ফ্যাসিলিটিটের মনি বেগম প্রমুখ। প্রশিক্ষণে হকনগর কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সভাপতি ইউপি সদস্য আল আমিন, সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া,সেলিম আহমেদ, জাহাঙ্গীর আলম,আক্তার হোসেন, নাসিমা আক্তার,জেসমিন আক্তার, রোজিনা আক্তার সহ ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সবাইকে দুপুরের খাবার বিতরণ করা হয়।


এর আগে কমিউনিটি সাপোর্ট গ্রুপের ৩টি কমিটির ৪দিন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি