বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

১৯ বছরের ছোট যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আমিশা

  • প্রকাশের সময় : ১৪/১১/২০২৪ ০৬:১৫:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
78

অভিনয়ে এখন নিয়মিত নন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। সবশেষ ২০২৩ সালে দীর্ঘ সাড়ে ৪ বছর পর ‘গদর টু’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।


এবার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী। বুধবার (১৩ নভেম্বর) আমিশা প্যাটেল তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন।


সেখানে দেখা যায়, কোনো রেস্তোরাঁয় চেয়ারে বসা নির্বাণ। তার কোলে বসে আছেন আমিশা। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘দুবাই- আমার ডার্লিং নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।


এরপর থেকে নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর চর্চায় রয়েছেন আমিশা। নেটিজেনদের অনেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে কেউ কেউ তাদের বয়সের ব্যবধান নিয়েও কটাক্ষ করছেন।


আমিশার বয়স ৪৯ বছর আর নির্বাণের বয়স ৩০। ১৯ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। যদিও প্রেমের গুঞ্জন নিয়ে টুঁ-শব্দও করেননি আমিশা।


ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে নাম জড়িয়েছে আমিশা প্যাটেলের। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন কানভ পুরির সঙ্গে। ২০০৮ সালে মিড-ডেকে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্কের কথা স্বীকার করেন। কিন্তু ২০১০ সালে এক টুইটে এ সম্পর্ক ভাঙার ঘোষণা দেন এই অভিনেত্রী।


২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা। কিন্তু ২০০৩ সালের পর সেভাবে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি আমিশার সিনেমা। মাঝে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। নিজে প্রযোজনা সংস্থাও খুলেও কোনো লাভ হয়নি। তবে ব্যর্থতার তকমা ‍মুছে দিয়েছে ‘গদর টু’। বর্তমানে তার হাতে ‘তওবা তেরা জালওয়া’ সিনেমার কাজ রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি