সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে ‘কিডস ফুটবল টুর্নামেন্ট’। টুর্নামেন্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির খেলাধুলা বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’। চার দিনব্যাপী এবারের টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৪ নভেম্বর।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকা ইন্সপাইরন গ্লোবাল এডুকেশনের (আইজি) সদস্যরা, স্পোর্টস সাস্টের উপদেষ্টামন্ডলী ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে দুপুর ১টায় খেলোয়ারদের মধ্যে জার্সি বিতরন ও দেড়টায় ক্যাম্পাসে র্যালি বের করেন স্পোর্টস সাস্টের সদস্যরা। এবারের টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে। যেখানে প্রথমদিনে দুপুর ৩টায় মুখোমুখি হয় ‘লায়ন্স অফ কিন’ বনাম ‘সেভ দ্যা ড্রিম-২’। ম্যাচে ‘সেভ দ্যা ড্রিম-২’ জয় লাভ করে। টুর্নামেন্টে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছে রেদওয়ান করিম ও কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মাহফুজ।
উল্লেখ্য, স্পোর্টস সাস্ট শাবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে খেলাধুলা বিষয়ক ইভেন্ট আয়োজন করে থাকে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। কার্যক্রমের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় এবং তৎসংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘কিডস ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ আয়োজন করা হয়েছে।