সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন

উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিলেটে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : ১১/১১/২০২৪ ০৬:২৩:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
27

কেন্দ্রের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্র–জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


সোমবার (১১ নভেম্বর) বিকেলে ৪টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলরা সিলেট নগরীর চৌহাট্টা থেকে বিক্ষোভ মিছিল বের করে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।


সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সমন্বয়ক হাফিজুল ইসলামসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। হাজার-হাজার ছাত্র-জনতার রক্তে অর্জিত এই বিপ্লব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তা বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। ফ্যাসিবাদী দোসরদের স্থান দেওয়া শহীদের রক্তের অবমাননা ও অভ্যুত্থানের সঙ্গে বেঈমানী। আমরা আশা করি আগামীতে ড.ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র-জনতার সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিবেন।


এর আগে রোববার (১০ নভেম্বর) নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন–ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি