সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

শিশু মুনতাহা হ.ত্যায় ৪ আসামীর ৫ দিনের রি.মা.ন্ড মঞ্জুর

  • প্রকাশের সময় : ১১/১১/২০২৪ ০৪:৩১:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34

সিলেটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যায় তার সাবেক গৃহশিক্ষকসহ ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সোমবার (১১ নভেম্বর) দুপুরে আসামীদের সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদলের আদালতে তোলার পর মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। এরপর রবিবার বাড়ির পাশ থেকে মুনতাহার লাশ উদ্ধারের পর পুলিশ সেটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আটক ৪ আসামীকে।


তারা হলেন, কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।


বাদি পক্ষের আইনজীবী মো. আব্দুল খলিক জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত চার আসামিকে সোমবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী শহিদুল আসলাম উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি