সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

  • প্রকাশের সময় : ১১/১১/২০২৪ ০৪:০৮:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
23

‘আগামী প্রজন্মের জন্য গাছ লাগাই, সবুজ সৌন্দর্যে দেশটা সাজাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। 


সোমবার(১১ নভেম্বর) দুপুরে উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত এই বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফয়ছল আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞা, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহ আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক,  সহকারী শিক্ষক রানা আচার্য্য, শামীম আহমেদ ও আবু তাহের সনি প্রমুখ। এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে আম্রপালি গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি