দোয়ারাবাজারের বিভিন্ন স্থানে অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ পলাতক আসামীকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ ।
রবিবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের মোঃ মাহমুদ আলীর পুত্র মোঃ জাহিদুল ইসলাম (১৯) মোঃ আব্দুল করিমের পুত্র মোঃ আব্দুল তাহিদ (২৬), মোঃ ইসমাইল আলীর মোঃ নাজিম উদ্দিন (২১), মাহমুদ আলীর পুত্র মোঃ জাবেদ মিয়া উরুফে জুবায়ের আহমদ (৩২) মৃত আব্দুল্লাহ উরুফে ডেংগুরার পুত্র মোঃ মনোয়ার হোসেন (৩৫), দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের কণ্যা রুনা আক্তার (২০),নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র সাইফুর রহমান (২৪)।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মো জাহিদুল হক ৭ জন পরোয়ানাভুক্ত আসামি আটকের কথা স্বীকার করে বলেন, তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।