সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

সিলেটে ৬৪ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার

  • প্রকাশের সময় : ১১/১১/২০২৪ ০১:২২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
25

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত থেকে ৬৪ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি ও সানগ্লাস ছাড়াও বারকি নৌকা রয়েছে।


সোমবার (১১ নভেম্বর) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।


এতে জানানো হয়, সোমবার সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত থেকে ৪০৩ পিস ভারতীয় শাড়ী ও ২ হাজার ৪১ পিস সানগ্লাস উদ্ধার করেছে বিজিবির ৪৮ ব্যাটালিয়ন। এছাড়া  সিলেটের একটি কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি বারকি নৌকাও জব্দ করে বিজিবি।


বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ৬৪ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। চোরাচালানরোধে সীমান্তে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি