সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
কৃষক প্রশিক্ষণ কর্মশালায় ড. মুজিব

‘কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সর্বদা আন্তরিক’

  • প্রকাশের সময় : ১০/১১/২০২৪ ১১:৩৩:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেটের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান বলেছেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সর্বদা আন্তরিক। তাই দেশের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি বহির্বিশ্বে খাদ্য রপ্তানী করতে সরকারের নানামুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কৃষি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন ধরনের ফসলের চাষ ও এর ব্যাপকতা বাড়াতে কৃষক প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি দেশের বিশেষ করে সিলেটের পতিত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে কৃষকদের প্রতি আহবান জানান।


তিনি রবিবার দুপুরে ওসমানী নগর উপজেলা পরিষদ হলরুমে ২০২৪- ২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর ওসমানী নগর উপজেলা কতৃক আয়োজিত দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


ওসমানী নগর উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দিপক চন্দ্র দাস।


প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল মোত্তাকিন চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আরিফ রাব্বানী,উপসহকারী কৃষি অফিসার রিপন চন্দ্র পাল,পল্লব ভট্টাচার্য, রোকেয়া বেগম ঝর্না,রাজিব দেব নাথ প্রমুখ।


প্রশিক্ষণ কর্মশালায় দয়ামীর ও গোয়ালাবাজার ইউনিয়নের ৬০জন কৃষক অংশ গ্রহণ করেন। কর্মশালার সমাপনী শেষে প্রধান অতিথি ড. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান ওসমানপুর ইউনিয়নে নমুনা শস্য কর্তন কার্যক্রমের উদ্ভোধন করেন এবং রিলে ক্রপ হিসেবে আমন ধানের জমিতে সরিষা বীজ বপন করেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি