সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

  • প্রকাশের সময় : ১০/১১/২০২৪ ০৭:১৭:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
20

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।


রোববার(১০নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিটি প্রকাশ করেন সমন্বয়ক হাসিবুল ইসলাম।


নবগঠিত কমিটিতে সিলেট মদনমোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন দ্দোজা আহমদকে আহবায়ক ও সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।


এছাড়াও ৯ জনকে যুগ্ম আহবায়ক ও ৮ জনকে যুগ্ম সদস্য সচিব করে কমিটিতে যুক্ত করা হয়েছে।


মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী রুহি আক্তার, মুখপাত্র সুনামগঞ্জ সরকারি কলেজের রুহুল আমীন। সংগঠক পদে আরও ১১ এবং সদস্য পদে ৬৭ জন সহ মোট ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি