সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

ড. ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ

  • প্রকাশের সময় : ০৯/১১/২০২৪ ০৮:৫৪:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
70

নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারী আদালতে  (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


শুক্রবার (৮ নভেম্বর) রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি দায়ের করেন সিলেটের সদ্য সাবেক  মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।


মামলার আবেদনে তিনি উল্লেখ করেন,  গত ৫ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী, বাংলাদেশের বসবাসরত হিন্দু, খৃষ্ঠান, বৌদ্ধ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে।


এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতে সমস্ত তথ্য-প্রমাণ দাখিল করেছেন বলে জানান তিনি। এজাহারে প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসসহ মোট ৬২ জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ দাখিল করা হয়।


ইউনুস ছাড়াও এই ৬২ জন অভিযুক্তের মধ্যে উপদেষ্ঠা আসিফ নজরুল, লে জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব) শাখাওয়াত হোসেন, সৈয়দা রেজওয়ানা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ ইউনুসের উপদেষ্টা মন্ডলীর সকল সদস্য এবং বৈষম্যবিরোধী জোটের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদারসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করে অভিযোগ আনা হয়।


অভিযোগপত্রের সাথে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য-নথি-পত্র যুক্ত করা হয়।


আন্তর্জাতিক অপরাধ আদালতে দাখিলকৃত এই অভিযোগের মধ্যে দিয়ে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীই প্রথম ব্যাক্তি হিসেবে এই ধরনের অভিযোগ দায়ের করলেন।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি