বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

সীমান্তে ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : ০৯/১১/২০২৪ ০৭:৩২:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
34

মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া (৪২) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে।


শনিবার (৯নভেম্বর) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় তাকে আটক করা হয়।


মোখলেছ মিয়া উপজেলার আলীনগর গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে।


বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিকে তল্লাসী করে তার নিকট হতে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং ১টি বাটন মোবাইল পাওয়া যায়।


আটককৃত মোখলেছ বলেন, তার ভাই হুন্ডি ব্যবসায়ী মো. আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে।


২৫ বিজিবি সরাইলের অধিনায়ক লে.কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোখলেছ মিয়া এবং তার ভাই মো. আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি