মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

সিলেটে আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : ০৯/১১/২০২৪ ০৫:৫১:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেটে আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
Share
11

সিলেটে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র  ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।


দিবসটি উপলক্ষে ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবি’ স্লোগানকে প্রতিপাদ্য করে শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর তালতলাস্থ রেজিস্টারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বর করা হয়।


র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেজিস্টারি মাঠে এসে প্রকৌশলী সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্বে করেন আইডিইবি সিলেট জেলার শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর।


আইডিইবি জেনিকের যুগ্মসম্পাদক প্রকৌশলী মো.খালেদুর রহমান এবং তথ্য ও গবেষনা সম্পাদক প্রকৌশলী মো.হাসানুজ্জামান চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রকৌশলী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (সিলেট) এবং জেনিক সিলেটের প্রাক্তন সভাপতি মো.নজরুল হোসেন।


স্বাগত বক্তব্য রাখেন জেনিক সিলেটের সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দীন আহমেদ।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সওজ সিলেটের সভাপতি প্রকৌশলী সালাহ উদ্দিন আহাম্মদ, জেনিক সিলেটের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়া, ব্যবসায়ী সদস্য  ইঞ্জিনিয়ার মো.আব্দুস সবুর, ব্যবসায়ী সদস্য মো.ফরিদ মিয়া, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকানিক্যাল ইন্সট্রাক্টর মোহাম্মদ সালাউদ্দিন, ফেঞ্চুগঞ্জ সারকারখানার সদস্য প্রকৌশলী মাহমুদুল হাসান চৌধুরী।


সমাবেশে উপস্থিত ছিলেন- পিডিবি’র সভাপতি মো.সাইদুর রহমান, পিডব্লিউ’র সভাপতি মো.আব্দুস সালাম, আইডিইবি জেনিকের অর্থ সম্পাদক মো.শামসুল আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মো.জাবেদ আহমাদ, ছাত্র বিষয়ক সম্পাদক মো.জসীম উদ্দিন, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক মো.নাঈম আল মামুন, দপ্তর সম্পাদক মো.নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো.জামাল উদ্দিন, চাকুরী বিয়ক সম্পাদক মো.কফিল উদ্দিন আকন্দ, সমাজ কল্যান সম্পাদক মো.মনিরুজ্জামান, কাউন্সিলর মো.আব্দুর রহিম, কাউন্সিলর মো.আব্দুল আহাদ প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমুক্ত সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে দেশ স্বাধীন হলেও বিগত দিনে সেই লক্ষ্য অর্জিত হয়নি। ফলে সর্বক্ষেত্রে সীমাহীন শ্রেণী বৈষম্য সমাজ-রাষ্ট্রে শোষণ, বঞ্চনা, নিপীড়নকে উস্কে দিয়েছে। বৈষম্যহীন কর্মক্ষেত্র সময় বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি উপেক্ষিত হয়েছে। সার্বিক বৈষম্যের যাঁতাকলে দেশের বিভিন্ন শ্রেণীপেশার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পিষ্ট হচ্ছেন।


বক্তারা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্রে বৈষম্য চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা দীর্ঘদিন এ বৈষম্যের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের ন্যায়সঙ্গত দাবির বিষয়টি নিয়ে আবেদন করে আসছি কিন্তু কোন সুরাহা হয়নি। তাই অবিলম্বে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্য দূর করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।


এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি