সিলেট মহানগর যুবলীগের আওতাধীন ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি আবদুস সালাম শাহেদকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (৮নভেম্বর) রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহেদ দক্ষিণ সুরমার ভার্থখলার মৃত কলন্দর আলীর ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল জানান, যুবলীগ নেতা আবদুস সালাম শাহেদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।