সিলেটে প্রতারণা মামলায় ইজ্জত মিয়া নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি এয়ারপোর্ট থানার চানপুরের বাসিন্দা রফিক মিয়ার পুত্র ইজ্জত মিয়া (৪২)।
পুলিশের সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি ইজ্জত মিয়া বিভিন্ন প্রতারণার সাথে সম্পৃক্ত। বৃহস্পতিবার রাতে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। যার মামলা -০৭ তাং- ১০/০৯/২০২৪ইংরেজি ধারা- ১৪৩/৪৪৭/৩৪১/৪০৮/৪২০/৩৮৫/৫০৬ পেনাল কোড- ১৮৬০।
এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার এসআই সুমন চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাতে সিলেট এয়ারপোর্ট থানা অভিযান চালিয়ে ঔ ব্যক্তিকে আটক করা হয়েছে। তার উপর প্রতারণার মামলা রয়েছে। মামলাটি করেছেন আব্দুল আহাদ প্রকাশ সুমন (৩১) নামের এক ব্যক্তি।
শুক্রবার দুপুর ২টার দিকে আটককৃত ব্যাক্তিকে আদালতে হাজির করা হয়।