সিলেটের জনপ্রিয় মেধা বৃত্তি ‘স্টুডেন্টহোম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ নভেম্বর) সকালে স্টুডেন্টস হোম স্কুলের জিন্দাবাজার জামতলা ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় বিশ্বনাথ, লামাকাজী, জগন্নাথপুর, দক্ষিন সুরমা সহ বিভিন্ন উপজেলার ৫ শতাধিক শিক্ষার্থী শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে উৎসবের আমেজ তৈরি হয়। আগত শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং স্টুডেন্ট হোম ফাউন্ডেশনের প্রশংসা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এ ধরনের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা লেখা পড়ায় মনোযোগী ও প্রতিযোগী হবে। তারা এর ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ডিরেক্টর প্রফেসর ড. আবুল কালাম আজাদ, দূর্গা কুমার পাঠশালার প্রধান শিক্ষক সেগুফতা কানিজ, নর্থইস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সামছুল কবির সামু, হংকং পলিটেকনিষ্ট ইউনিভার্সিটির প্রফেসর ইঞ্জিনিয়ার আমিনুল হক, মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিউটের ভাইস প্রিন্সিপাল, মো. বেলাল হোসেন, সিলেট প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. সামসোদ্দোহা, বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান মামুন, এসোসিয়েশনের সদস্য অধ্যক্ষ কালিপদ দাস, স্টুডেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান এম.ই.এইচ মিলন প্রমুখ৷ মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এটি ১৭ তম মেধা বৃত্তি পরীক্ষা বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার এম.ই.এইচ মিলন। আগামী ২১ ডিসেম্বর পরীক্ষার ফলাফল জানানো হবে।