বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

আর-রহমান হুফফাজ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন

  • প্রকাশের সময় : ০৮/১১/২০২৪ ০৭:১৫:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

আর-রহমান হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কোরআন ও হুসনে সাওত প্রতিযোগিতার সিলেট জেলা অডিশন গত ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সাভার ঢাকার প্রক্টর প্রফেসর ইসলাম উদ্দিন। অডিশন অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন আর-রহমান হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালক হাফেজ ক্বারী সাজ্জাদ বিন ইউসূফ।


দারুল উলুম মাদরাসা কুচাই সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা সুফিয়ান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ কলেজ সিলেটের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর মাওলানা ছায়েম আহমদ চৌধুরী, ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজ সিলেটের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল কালাম, শিক্ষাবিদ ও ইসলামী গবেষক ক্বারী মোঃ শরীফ আহমদ, তা’লীমুল কোরআন মাদরাসা এন্ড এরাবিক লানিং সেন্টার সিলেটের সহকারী পরিচালক মাওলানা ঈসা তালুকদার। 


হাফিজ মাওলানা নূরুল ইসলাম রিপলু ও হাফিজ মাহমুদ আলীর যৌথ পরিচালনায় জাতীয় হিফজুল কোরআন ও হুসনে সাওত প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ বিভাগে সিলেট জেলা পর্যায়ে ১ম ৫ জনকে আকর্ষণীয় ক্রেস্ট প্রদান এবং ১ম ১০ জনকে ইয়েস কার্ড প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ইসলাম উদ্দিন সহ অতিথিবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি