বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে মা রা মা রি, আ.হ.ত কিশোরের মৃ ত্যু

  • প্রকাশের সময় : ০৮/১১/২০২৪ ১২:৫০:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটবলকে কেন্দ্র করে মারামারি ঘটনায় আহত রায়হান মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার পথে ওই কিশোরের অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়হান মিয়া উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শাফিকুর রহমানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে একই গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়ার সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে রায়হান মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত ২৭ অক্টোবর গ্রামের রাস্তায় শাওন মিয়া রায়হানকে গালাগালির এক পর্যায় মারামারিতে ওই কিশোর গুরুতর আহত হন। পরে ওই কিশোরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তাকে বাড়িতে নিয়ে আসার পথিমধ্যে ওই কিশোরের অবস্থায় অবনতি দেখা দিলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জনি হোসাইন বলেন, রায়হান মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।


রায়হানের ফুফাত ভাই জাহিদ আহমদ বলেন, ঘটনার পর থেকে রায়হান সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ'তে ভর্তি ছিল। বৃহস্পতিবার তাকে বাড়িতে নিয়ে আসার পথে তার অবস্থা খারাপ দেখে তাকে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন, কিশোরদের মধ্যে মারামারির ঘটনায় রায়হানের মা রুমি বেগম বাদী হয়ে ৬ জনের নামে ৩ নভেম্বর থানায় মামলা করেন। এরপর থেকে আসামীরা পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি