ছাতক উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার সন্ধ্যায় ছাতক পৌর সভার নোয়ারাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. নাজিম উদ্দিন লিটন (৩৪) পৌরসভার পুর্ব নোয়ারাই গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র।
সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান জানান, তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।