সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকা থেকে এক গৃহকর্মী নিখোঁজ হয়েছে। নিখোঁজ গৃহকর্মীর নাম নমিতা বাগচী (১৫)। তিনি হবিগঞ্জের বাহুবল পারকুল চা বাগানের মিলন বাগচীর মেয়ে।
এ ঘটনায় সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকার বাসিন্দা সুমন রায় সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-৫১১) তাং-০৬/১১/২৪।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, নমিতা বাগচী নামের ওই গৃহকর্মী প্রায় ৫ মাস ধরে সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকার ৩৫১ নং বাসার সুমন রায়ের বাসার কাজে সহযোগিতা করতো। গত বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাসার তৃতীয় তলা থেকে নিচ তলায় ময়লা ফেলার কথা বলে বের হয়। এরপর থেকে নমিতা বাগচী আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে সুমন রায়সহ পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও তার সন্ধান পাননি। নিখোঁজ গৃহকর্মী নমিতার বাবাসহ আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার রাতে সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজের সময় নমিতা বাগচী লাল রঙের জামা পড়েছিলেন। তিনি বাগানের ভাষায় কথা বলেন।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, নিখোঁজ ওই গৃহকর্মীর সন্ধান চালাচ্ছে পুলিশ।