সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন পৌর প্রশাসক! যা অতীতের এক বছর সাড়ে সাত মাসেও একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেননি আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের অনেক দাপটে নেতা মেয়র মুহিবুর রহমান। কিন্তু মাত্র সাড়ে তিন মাসে তা করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের। পৌর প্রশাসক মাত্র তিন মাসের ভেতরে ফুটপাত দখলমুক্ত করেছেন।
দখমুক্ত এই ফুটপাত দিয়ে চলাচলে চরম ভোগান্তির শিকার হতেন শিক্ষার্থীসহ জনসাধারন। তাই শিক্ষার্থী ও জনসাধারনের কথা বিবেচনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জরুরী পদক্ষেপ গ্রহন করেন পৌর প্রশাসক। গত এক সপ্তাহ ধরে পৌর প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বাজারে বাজারে মাইকিং করা হয়। কিন্তু অবৈধ দখলদাররা পৌর প্রশাসকের মাইকির্ংকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অতীতের মতো ব্যবসা করে আসছিলেন।
অবশেষে বৃহস্পতিবার (৭নভেম্বর) পৌর প্রশাসক বিশ্বনাথ পৌরসভার নতুন বাজার পরিচালনার কমিটির লোকজন ও পুলিশ সাথে নিয়ে ধানহাটা থেকে মাছ বাজার পর্যন্ত ফুটপাতে থাকা ৭/৮টি অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করেন। তবে তার পক্ষে পুরোটা উচ্ছেদ করা সম্বব হয়নি। রাঘব বোয়ালদের দখল হওয়া বাসিয়া নদীর তীর এখনো রয়েছে বহাল তবিয়তে। এছাড়াও ঐতিহ্যবাহী ধানহাঠার অবৈধ ভাষমান দখল হওয়া দোকানপাঠও রয়েছে বহাল তবিয়তে। তার পরও তিনি কিছুটা হলেও এই উচ্ছেদ অভিযানে প্রশংসার দাবিদার হয়েছে।
জানতে চাইলে পৌর প্রশাসক আলা উদ্দিন কাদের বলেন, পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালিত করা হবে। পৌরসভার কোনো বাজারে কোন অবৈধ স্থাপনা থাকবে না বলেও তিনি জানান। এছাড়াও উচ্চ আদালতে মামলা থাকায় বাসিয়া নদীর দুইপাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি বলে তিনি জানান। নির্দেশনা আসলে নদীর দুইপাড় উদ্ধার করা হবে।