মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

বরইকান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ও সভা

  • প্রকাশের সময় : ০৭/১১/২০২৪ ০২:১৩:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
35

বহুল প্রত্যাশিত ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা এলাকার বরইকান্দি আদর্শ গ্রামের সদ্য প্রতিষ্ঠিত সংগঠন বরইকান্দি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র এক মিলন মেলা ও সভা অনুষ্টিত হয়েছে। বুধবার রাতে পুর্ব লন্ডনের একটি হলে এ মিলন মেলা ও সভাটি অনুষ্টিত হয়।


দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র সভাপতি আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে এবং সময় টিভি বাংলা ইউকে’র  প্রধান সম্পাদক  ইমরান হাসনাত জুমান ও মহসিন নওয়াজের পরিচালনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত নারী উন্নয়ন সংস্থার বাংলাদেশের চেয়ারম্যান শাহিন আলম। বক্তব্য রাখেন সাহান চৌধুরী, মোহাম্মদ মুজিব হোসেইন, মহিউদ্দিন আলমগীর, সমশের মিয়া। অন্যান্যদের মাজে বক্তব্য রাখেন এডভোকেট সফিক আহমেদ, আকতার হোসেন, পুতুল আহমেদ, আজিজুর রহমান মতি, মুমিনুর রশিদ,  কুদ্দুস আহমেদ, ফারুক আহমেদ, খালিক আহমেদ, কামাল উদ্দিন, এনাম আহমেদ, মোহাম্মদ শাহজাহান আহমেদ, রুহুল আমিন, বাবর আহমেদ, আতিকুর রহমান লিটন, আমিনুর রহমান, সাফি আহমেদ, তানিম আহমেদ, রুবেল আহমেদ প্রমুখ।


এসময় বিলেতে বরইকান্দি এলাকার অন্য একটি সংগঠনকে এই সংগঠনের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা হয় বরইকান্দি ইউনাইটেড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নামে, আগামিতে যা এই নামেই সকল কার্যক্রম চালিত হবে।


সভায় ২১ সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বরইকান্দি ১ নং রোড থেকে আকতার হোসেন, পুতুল আহমেদ, মোহাম্মদ শাহজাহান, মহসিন নেওয়াজ, মোজাহিদ আহমেদ, ইমরান হাসনাত জুমান, রুহুল আমিন, এনাম আহমেদ, বাবর আহমেদ, শাফি আহমেদ।


২ নং রোড থেকে এডভোকেট সফিক আহমেদ, হেলাল আহমেদ, জাহাঙ্গীর আলম, তানিম আহমেদ। ৪ নং রোড থেকে রুবেল আহমেদ।


১০ নং রোড থেকে আজিজুর রহমান মতি, কুদ্দুস আহমেদ, কামাল উদ্দিন, আমিনুর রহমান, মৌলানা মাহবুবুর রহমান, কাজী রুবেল, কাজী লায়েক, কাজী বাবর উদ্দিন, কাজী রুপন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি