সিলেটে ৪১ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার ভোরে এসএমপি‘র এয়ারপোর্ট থানার চৌকিদেখি এলাকা থেকে চেকপোষ্ট স্থাপন করে এ পণ্য গুলো আটক করা হয়।
ভারতীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে ৬৯০বস্তা চিনি। যাহার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৫৭ হাজার ২০০ টাকা। এছাড়াও ৬০ হাজার টাকার ভারতীয় জিরাসহ সর্বমোট ৪১ লক্ষ ১৭ হাজার ২০০ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়। এসময় মো. হাসান (১৯) নামে একজনকে আটক করা হয়। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদিপুর গ্রামের মো. জমির হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।