সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

পূর্ব শত্রুতার জে রে কিশোরকে হ ত্যা, ধরাছোঁয়ার বাইরে আসামিরা

  • প্রকাশের সময় : ০৬/১১/২০২৪ ০৭:২৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
76

সুনামগঞ্জের দোয়াবাজারে দিলমান হোসেন (১৫) হত্যার এক মাস পেরিয়ে গেলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামিদের অবস্থানও নিশ্চিত করতে পারেনি পুলিশ।


দিলমান হোসেন (১৫) দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদ নগর (ইসলাম নগর) গ্রামের জাহির আলী ছেলে।


অভিযোগে জানা যায়, গত (১অক্টোবর) সকাল ১০ টার দিকে বাড়ির পশ্চিমে দেখার হাওরে প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে জুনেদ মিয়া (২৪) ও নিহত দিলমান হোসেন হাঁস ছড়াইতে ছিলেন। একটি হাঁসের মালিকানা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে জুনেদ মিয়া ও তার পরিবারের লোকজন মিলে নিহত দিলমান ও তার ভাই আরমানকে দেশিয় অস্ত্র দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দিলমান হোসেন(১৫)।


গত ৫ অক্টোবর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা করেন নিহতের ভাই রোমান আহমেদ নোমান। মামলা নং-৫/১৩১।


এই ঘটনার আসামিরা হলেন-উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের হরিপদ নগর (ইসলাম নগর) গ্রামের আব্দুল কাইউমের পুত্র জুনেদ মিয়া (২৮) ও জুবেদ মিয়া (২৪) মৃত খোয়াজ আলীর পুত্র আব্দুল কাইয়ুম (৫৫),আব্দুল করিম (৪৫),আব্দুর রহিম (৪২),আব্দুর রহমান (৩২)।


নিহত দিলমান হোসেন পেশাগতভাবে ছিলেন দিনমজুর। একমাত্র উপার্জনকারী দিলমান হোসেনকে হত্যার পর পরিবারে চরম দুর্দিন যাচ্ছে। অসহায়ত্ব দেখা দিয়েছে পরিবারের। অভাব-অনটনের দিন কাটছে বলে জানান তার পরিবার।


এলাকাবাসী জানান, এটি পরিকল্পিত হত্যা। হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও শেল্টারদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।


এবিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতার কোন ঘাটতি নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অভিযান অব্যাহত আছে। অবস্থান নিশ্চিত হয়ে খুব সহসাই আসামিদের গ্রেফতার করা হবে বলে জানান ওসি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি