বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

কুলাউড়ায় ১৪ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : ০৬/১১/২০২৪ ০৭:০৭:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
17

২০২৪-২৫ অর্থবছরে প্রণোধনা কর্মসূচীর আওতায় শীতকালিন শাক সবজি (উফশী ও হাইব্রীড), বোরো ধান, রবি শষ্য ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূলে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বুধবার আনুষ্ঠানিকভাবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মহি উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন।


কৃষি সম্প্রসারন অফিসার বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো.মহি উদ্দিন।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো.আবু মাসুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শিমুল আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।


উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিসার কৃষিবিদ মো.জসিম উদ্দিন জানান, প্রনোদনা কর্মসূচীর আওতায় কুলাউড়া উপজেলায় উপশী ধানের বীজ দেওয়া হবে ৬ হাজার কৃষককে এবং হাইব্রীড ধানের বীজ দেওয়া হবে ৩ হাজার ৩শ জনকে এবং শাকসবজি (উপশী) দেওয়া হবে ১ হাজার ৫ শ জনকে,শাকসবজি (হাইব্রীড) দেওয়া হবে ২ হাজার ৫শ জনকে এবং রবিশষ্য ১ হাজার ৯০ জনকেসহ মোট ১৪ হাজার ৯০ জন কৃষক  প্রনোদনার  বীজ ও সার পাচ্ছেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি