বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (এসএমইউ) বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মচারীদের সংগঠন ‘কর্মচারী পরিষদ’ গঠন করা হয়েছে।
বুধবার (৬নভেম্বর) সকালে কর্মচারীদের এক সভায় এ সংগঠনের আত্মপ্রকাশ হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুস সামাদ চৌধুরীকে সভাপতি ও নাদীম সীমান্তকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দ্বায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন- সিনিয়র সহসভাপতি আহসান উদ্দিন, সহসভাপতি মো.মোর্শেদুর রহমান, সহসাধারণ সম্পাদক আব্দুল মুবিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মাহির আহমদ নিহাল, কোষাধ্যক্ষ মাহফুজ আহমদ চৌধুরী, সহকোষাধ্যক্ষ ফায়জুল, দফতর সম্পাদক মো.তারেক হাসান, সহ-দফতর সম্পাদক রুকুনুজ্জামান পাবেল, প্রচার সম্পাদক জুবের আহমদ, সহপ্রচার সম্পাদক মির্জা সাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো.ইয়াসির চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক দুলাল মিয়া। নির্বাহী সদস্য শায়খুল ইসলাম, মো.খলিলুর রহমান সেলিম, নুরুল ইসলাম।