বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

চলন্ত গাড়ি থেকে ছি ট কে পড়া শিশুকে বাঁ চা তে গিয়ে নি হ ত ২

  • প্রকাশের সময় : ০৬/১১/২০২৪ ০৪:০১:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
58

মৌলভীবাজারে চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় ২ কলেজছাত্রের নিহত হয়েছে।  আহত  হয়েছেন আরও দুজনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার (৬ নভেম্বর) সকালে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে এক শিশু ছিটকে পড়ে। এ সময় শিশুকে রক্ষা করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন।


নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অন্য দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি