বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

মার্কিন নির্বাচন: এগিয়ে ট্রাম্প

  • প্রকাশের সময় : ০৬/১১/২০২৪ ১০:৪৫:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
28

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট প্রায় শেষ। আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি রাজ্যে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।


চলছে ফল গণনা। মার্কিন গণমাধ্যমগুলো অনানুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত করেছে।


সিএনএন, নিউ ইয়র্ক টাইমসের খবরে জানানো হয়, মঙ্গলবার শুরু হওয়া নির্বাচনে মধ্যরাতেই কয়েকটি রাজ্যে ভোট শেষ হয়ে গেছে। মার্কিনীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকেই এগিয়ে রাখছেন।


বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৯৮ ইলেক্টোরাল ভোট। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১১২ ইলেক্টোরাল ভোট।


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট।


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট শেষ হয় কেন্টাকিতে। এরপর ইন্ডিয়ানা রাজ্যের ভোট শেষ হয়। তারপর থেকেই ভোটবুথগুলো থেকে ফলাফল আসতে শুরু করে।


কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস দিয়েছে বিবিসি। ট্রাম্প বলেছেন, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জিতলে তিনি সম্পূর্ণ নির্বাচনে জয়ী হবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) স্ত্রী মেলানিয়াকে নিয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।


সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচনের অন্যতম সুইং স্টেট জর্জিয়ায় এগিয়ে আছেন ট্রাম্প। অঙ্গরাজ্যটিতে এখন পর্যন্ত ৬৪ শতাংশ ভোট গণনা হয়েছে। এর আগে তিনি ফ্লোরিডায় জয় পান। টানা তৃতীয়বারের মতো নিজ অঙ্গরাজ্যে জয় পেলেন তিনি, পেয়েছেন ৩০ ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি।


এরকমভাবে বিভিন্ন অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশ পাচ্ছে। দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে ট্রাম্প বা হ্যারিক কে কত ভোট পাচ্ছেন, সেটির আগাম ধারণা পাওয়া যায় বুথফেরত জরিপ থেকে। গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পই এগিয়ে। কিন্তু আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ এখনই সম্ভব না। কেননা, এই জরিপকে চূড়ান্ত ফলাফল বলে ধরে নেওয়া যাবে না।


এনবিসি বলছে, এক জরিপে দেখা গেছে- ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার। এছাড়া ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবে দেখা হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি