বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

শাবি ও পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৪ ০৮:২০:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকায় পেট্রোবাংলার বোর্ড রুমে শাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।


সমঝোতা স্মারক স্বাক্ষরের ৫ বছরের জন্য কার্যকর হবে, যা ৫ বছর পর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ৫ বছরের জন্য নবায়ন করা যাবে। 


সমঝোতা স্মারকটির উদ্দেশ্য হচ্ছে- শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান,  প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিমিয়ের মাধ্যমে উভয়পক্ষ লাভবান হওয়া; উভয় প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা উন্নয়ন; যৌথভাবে সভা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি অয়োজনের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ জ্ঞান  শিল্প কারখানার বাস্তবিক কাজে ব্যবহার করা। অনুরূপভাবে শিল্প প্রতিষ্ঠানের  বাস্তব অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠানের পুস্তকের জ্ঞানের সাথে সমন্বয় সাধন করা।


সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে শাবির পক্ষে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান  অধ্যাপক  ড. মো. শফিকুল ইসলাম, বিভাগটির অধ্যাপক ড. মো. সাইফুল আলম এবং ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।


এছাড়া পেট্রোবাংলার চেয়ারম্যান জনেদ্র নাথ সরকার, প্রশাসন শাখার মহাব্যবস্থাপক  মো. আমজাদ হোসেন এবং রিজার্ভার এন্ড ডাটা ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মেহেরুল উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি