মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

যুবককে কু'পি'য়ে হ'ত্যার দায়ে একজনের যাব'জ্জীব'ন

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৪ ০৪:৪৪:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
31

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।


যাবজ্জীবন ও এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস।


রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রথীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


মঙ্গলবার বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এ তথ্য জানিয়েছেন।  


রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত দুই ভাই আদালতে উপস্থিত ছিলেন।পরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।


খুন হওয়া ব্যক্তির নাম রঞ্জু বিশ্বাস।তিনি চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে।


আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, রঞ্জুর সঙ্গে পরিমল ও তাঁর ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই ভাই তাকে কুপিয়ে হত্যা করেন।


এ ঘটনায় নিহত রঞ্জু বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে একই বছরের ৮ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে দশ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেওয়া হয়েছে।


হত্যা মামলার বাদী রতীশ বিশ্বাস রায় ঘোষণা করার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি