বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

খেলাপি আদায়ে এস আলমের সম্পত্তি নিলামে

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৪ ১২:২৮:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
42

এস আলম গ্রুপের ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের জামানত সম্পত্তি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ১ নভেম্বর পত্রিকায় নিলাম সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী ২০ নভেম্বর নিলামের তারিখ ঘোষণা করা হয়েছে।


জনতা ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, এ ঋণের বিপরীতে বন্ধক রাখা হয়েছে চট্টগ্রাম ও গাজীপুরে এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি, যার বাজারমূল্য সর্বোচ্চ ৩৫৮ কোটি টাকা যা পাওনা টাকার চেয়ে প্রায় পাঁচ গুণ কম।


অর্থঋণ আদালত আইনের ১২(৩) ধারা অনুযায়ী, ব্যাংক মামলা করার আগেই জামানতের সম্পত্তি বিক্রি করে টাকা আদায় সম্ভব।


২০২১ সালের বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি)-এর এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা না মেনে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন ঋণসীমা অতিক্রম করে অতিরিক্ত ঋণ নিয়েছে।


গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন ২০১২ সালে শিল্প কাঁচামাল, বাণিজ্যিক পণ্য এবং নির্মাণ সামগ্রীর ব্যবসায় জড়িত হয়।


প্রতিবেদনে বলা হয়, সাধারণ বীমা ভবনে অবস্থিত জনতা ব্যাংকের চট্টগ্রাম কর্পোরেট শাখা থেকে ২০১২ সালে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন প্রাথমিকভাবে ৬৫০ কোটি টাকা ঋণ নেয়।


সুদে আসলে এ ঋণ ২০২১ সাল পর্যন্ত মোট ১ হাজার ৭০ কোটি ৬৫ লাখ টাকায় পৌঁছেছে।


এর মধ্যে ৬১৭.৪৭ কোটি টাকা পিএডি (পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট), ২২৩.১৮ কোটি টাকা এলটিআর (ট্রাস্ট রিসিপ্ট) ঋণ এবং ২২৯.৯৯ কোটি টাকা সিসি হাইপো ঋণ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি