বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মৌলভীবাজার জেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুনকে আহবায়ক করে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার (৩নভেম্বর) ২০১৬ সালে কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি বিলুপ্ত করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন-মৌলভীবাজার-৩ এর সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিলুপ্ত কমিটির প্রত্যেককে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।