বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

গণতন্ত্র বিকশিত করতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই - মিজান চৌধুরী

  • প্রকাশের সময় : ০৪/১১/২০২৪ ১২:২২:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের কারণে বিগত ১৬ বছর মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারেনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই অভ্যুত্থান বিএনপির টানা আন্দোলন সংগ্রামের প্রতিফলন। কারণ বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। দেশ আওয়ামী ফ্যাসিবাদমুক্ত হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। গণতান্ত্রিক সরকার ছাড়া ফ্যাসিবাদের দোসরদের দমন করা সম্ভব নয়।

 

তিনি রবিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

ইসলামপুর ইউনিয়ন বিএনপি নেতা হাজী আলতা মিয়ার সভাপতিত্বে, বিএনপি নেতা কামরুল ইসলাম ও যুবদল নেতা আব্দুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, ছাতক উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুস সামাদ, জিয়াদ আলী চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী নবি হোসেইন, বিএনপি নেতা  হাজী সোনা মিয়া, সায়িদ আলম, হুমায়ুন কবির, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কবিরুল ইসলাম আঙ্গুর, বিএনপি নেতা আব্দুল হান্নান, আব্দুর রউফ, আব্দুল আমিন ও আলী হোসেইন, মোহাম্মদ আলী, ফকরুল ইসলাম, ছাতক ইউনিয়ন বিএনপি নেতা, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেইন, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুর্য ও ছাতক পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহিব চৌধুরী প্রমূখ।


সমাবেশে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি