বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস হাসনাত-সারজিসের

  • প্রকাশের সময় : ০২/১১/২০২৪ ০৭:৫২:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
52

জাতীয় পার্টিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম।


শুক্রবার দিবাগত রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন তারা।


দুজনই একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন।তারা লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয় না।’


গত ৩১ অক্টোবর জাতীয় পার্টির বিরুদ্ধে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী কৃষক-শ্রমিক-জনতা।এ সময় তারা একটি মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিস এলাকায় পৌঁছলে তাদের ওপর হামলা করা হয়। জাতীয় পার্টি এই হামলা করেছে বলে অভিযোগ করে তাদের ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি দেন হাসনাত ও সারজিস।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি