বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

শাবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন রোববার

  • প্রকাশের সময় : ০২/১১/২০২৪ ০৫:০৫:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের শাবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন রোববার।
Share
31

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন রোববার ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় এ ইউনিটের ও দুপুর আড়াইটায় বি ও সি-ইউনিটের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।


শনিবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খাঁন।


ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এতে সভাপতিত্ব করবেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম।


উল্লেখ্য-১২৬টি আসন খালি রেখেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ওরিয়েন্টেশনের পর ও কৃষিগুচ্ছের প্রথম ধাপের ভর্তি শেষে খালি আসনগুলোতে মেরিট অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি