মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে ব্যবসায়ীর গোডাউনে সরকারি চাল মজুদের ঘটনায় মামলা

  • প্রকাশের সময় : ০২/১১/২০২৪ ০৪:৪২:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
20

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ব্যক্তিগত গোডাউন থেকে ৭২ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় আটক ব্যবসায়ীসহ চারজনের নামে মামলা হয়েছে।


শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলাটি দায়ের করেন।


গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা সদরে প্রথম রেখ মহল্লার ধান-চাল ব্যবসায়ী সঞ্জব আলী, তার ছেলে নূর আলম এবং ইজিবাইকচালক আফজাল মিয়া ও মোশাহিদ মিয়া।


শুক্রবার বিকেলে চারজনকে আদালতে সোপর্দ করা হয় বলে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন।


তিনি জানান, এসআই আমিনুল ইসলামকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার চারজনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে সেনাবাহিনী পাঠানটুলা এলাকায় সঞ্জব আলীর গোডাউনে অভিযান চালিয়ে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৩০ কেজি করে ৭২ বস্তায় ২ হাজার ১৬০ কেজি চাল আটক করে। সেখান থেকেই সঞ্জব আলীসহ চারজনকে পুলিশে দেওয়া হয়।


বৃহস্পতিবার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩১৪ জন নারীকে বিনামূল্যে এক বস্তা করে ভিডব্লিউবি’র চাল প্রদান করা হয়। তখন ব্যবসায়ী সঞ্জব আলী কয়েকজন ইজিবাইক চালকের মাধ্যমে নামমাত্র মূল্যে ৭২ বস্তা চাল ক্রয় গুদামে মজুদ করেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি