মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

ডেইলি জকিগঞ্জ’র আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : ০২/১১/২০২৪ ০১:০৩:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
87

জকিগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে এক ঝাঁক তরুণদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জকিগঞ্জ।


শুক্রবার বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকার অভিষেক হয়।


এসময় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি জকিগঞ্জ’র প্রকাশক আবিদুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার।


তিনি বলেন, জকিগঞ্জের মানুষ শক্তিশালী ও জনগণের মতামত প্রতিফলিত করবে এমন পত্রিকা জকিগঞ্জের সাংবাদিকবৃন্দের কাছে আশা করে। অবহেলিত জকিগঞ্জের প্রতিটি খবর নির্ভয়ে পেশাদারিত্বের মাধ্যমে ‘ডেইলি জকিগঞ্জ’ প্রকাশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পক্ষপাতদুষ্ট খবর পরিহারের ব্যাপারে সতর্ক থাকার জন্য আহবান জানান তিনি।


অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ডেইলি জকিগঞ্জের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ছরওয়ার হোসেন।


এসময় তিনি বলেন, “ডেইলি জকিগঞ্জের মাধ্যমে জকিগঞ্জের প্রতিটি খবর দেশের প্রতিটি প্রান্তরে পৌছাবে। এটি নির্ভরযোগ্য তথ্য দিয়ে সমাজের উন্নতিতে ভূমিকা রাখবে। জকিগঞ্জবাসী পূর্ণাঙ্গ পত্রিকার যে অভাব এতোদিন অনুভব করেছেন, ডেইলি জকিগঞ্জ তা পূরনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে। জকিগঞ্জের সর্ব মহলের খবর সমান গুরুত্বের সাথে এই নিউজ পোর্টাল প্রকাশ করে জকিগঞ্জের আপামর জনতার প্রতিধ্বনি হিসেবে বাংলাদেশ তথা বিশ্বের প্রতিটি জনপদে থাকা বাংলাদেশীদের তুলে ধরবে।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ এম. আব্দুল্লাহ আল মামুন, জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসার প্রভাষক ও নকশি বাংলা’র সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, জকিগঞ্জ পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক শিব্বীর আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি ও  দৈনিক ইনকিলাব প্রতিনিধি জুবায়ের আহমদ, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী ও জকিগঞ্জের খবর সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ পৌরসভা জামায়াতের সভাপতি আবু রুশদ মুহাম্মদ ইকবাল, জকিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিস নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী রাজা চৌধুরী ও জকিগঞ্জের ডাক সম্পাদক তারেক আহমদ।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ছাত্র শিবির সভাপতি নাজির আহমেদ আফজাল, জকিগঞ্জ পৌরসভা ছাত্রদল সভাপতি জহুরুল হক ইমন, জকিগঞ্জ উপজেলা ছাত্র মজলিসের সভাপতি রিফাত আহমদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক সাফওয়ান আহমদ প্রমূখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি