মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : ০১/১১/২০২৪ ০৪:১৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
367

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ  অভিযানে ৪০০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মঠগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।


আটককৃত মাদক কারবারিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার আজর গ্রামের রবিউল আলমের কন্যা পান্না আক্তার(২১), সুনামগঞ্জ সদর উপজেলার  দুলর্ভপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র হযরত আলী(৩১) ও ইসলামপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র মোঃ জামির হোসেন(৩৪)।


পুলিশ  সুত্রে জানা যায়,মাদক কারবারি পান্না আক্তার, হযরত আলী ও জামির হোসেন দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।


শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মোহন রায়, এএসআই রায়হান উদ্দিন ও এএসআই আশরাফ খানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের পারভেজ ষ্টোর দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি