সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১০

  • প্রকাশের সময় : ৩১/১০/২০২৪ ০৯:৩৬:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
23

ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।


বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাত ৭টায় এ দুর্ঘটনা হয়।


নিহত ব্যক্তি ট্রাকের চালক, নাম আব্দুল আ‌জিজ। তিনি ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‌এটিএম মাহমুদুল হক বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় সিলেটগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মিতালি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আব্দুল আ‌জিজ নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।


তাৎক্ষণিকভাবে আহদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে ওসি বলেন, ‘ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হ‌বিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি