বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

সমন্বকদের বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : ৩১/১০/২০২৪ ০১:৩৭:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
46

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপটকে উপেক্ষা, ইতিহাসকে বদলে ফেলা এবং নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশের বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সমন্বকদের অসম্মান ও তাঁর প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিসচা যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় পুর্বলন্ডের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয় এ প্রতিবাদ সভাটি।


নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যে শাখার সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় এসময় সভায় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সহ-সভাপতি আনসার মিয়া, সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আবদুল বেলাল চৌধুরী, অর্থ সম্পাদক তায়েফ সারওয়ার, সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী তানভীর হাসান, প্রচার সম্পাদক রিপন ভূঁইয়া,  সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক সৈয়দ পার্থ, এক্সিকিউটিভ মেম্বার আব্দুর রহিম,খালিছ আহমদ ,আলীম উদ্দিন, শাহীর আহমদ সহ আরো অনেকে।


অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাসকে উপেক্ষা করা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রতি সমন্বয়কদের বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন একটি জাতীয় আন্দোলন এবং বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। এই সংগঠনটি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। একটি কুচক্রী মহল ও কিছু সমন্বয়কদের জোগসাদৃশ্যে এই আন্দোলনের কৃতিত্ব তাদের নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করিতেছে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৩২ বছরের অর্জনকে তারা কেড়ে নেওয়ার যে দুঃসাহস দেখিয়েছে ভবিষ্যতে তার কড়া জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি