শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

জনকল্যাণমুখী সড়ক গড়ে তোলার প্রত্যয় পরিবহন মালিকদের

  • প্রকাশের সময় : ৩০/১০/২০২৪ ০৬:০৪:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩০ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় টার্মিনালের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।


কমিটির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কমিটির কার্যকারি সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আবুল হাসান চৌধুরী, মো. হিরণ মিয়া, খলিলুর রহমান চৌধুরী, সৈয়দ মৌরস আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান আহমদ চৌধুরী তারেক, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মামুন, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রচার সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক ময়নুল হক, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক শেকু, কার্য্যকারি সদস্য তাজুরুল ইসলাম তাজুল, মকসুদ আহমদ, শফিক নূর, ওলিউর রহমান, হুমায়ুন আহমদ মাসুক, দিলদার হোসেন শাকিল, বুলবুল আহমদ, সিরাজ মিয়া, ইলিয়াস হোসেন, ফরিদুর রহমান, শামীম আহমদ, শুহেদ আহমদ, সিলেট, সালুটিকর, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, গোয়াইনঘাট, হাদারপাড়া, রাধারনগর, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী, আব্দুল খালিক ফারুক।


সভায় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, প্রচার সম্পাদক মো. হারিস আলী, সিলেট-ঢাকা আন্তঃজেলা উপকমিটির সভাপতি ইব্রাহিম আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ।


এসময় বক্তারা বলেন, পরিবেশবান্ধব চাঁদাবাজিমুক্ত জনকল্যাণমুখী সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিকরা আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে। যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করা, সকল বাস টার্মিনাল/কোম্পানি, শহরতলী ও আঞ্চলিক কমিটিকে চাঁদামুক্ত রাখা, যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে কাজ করা, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রাখা, মালিক-শ্রমিক প্রশাসন সর্বোপরি ছাত্র-জনতাকে সম্পৃক্ত করে যাত্রী জনকল্যাণমুখী নিরাপদ সড়ক গড়ার প্রত্যয় ব্যক্ত করেন পরিবহন মালিকরা।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি