শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

শান্তিগঞ্জে পিএফজির উদ্যোগে পরিকল্পনা প্রণয়ন সভা

  • প্রকাশের সময় : ২৯/১০/২০২৪ ১২:১৫:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিএফজি' এর উদ্দ্যোগে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্টিত হয়েছে।   


সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শান্তিগঞ্জ পিএফজি এর আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।


শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর ও জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন মিয়া'র সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক পিএফজির পিস এম্বাসেডর জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লেীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিএফজির পিস এম্বাসেডর সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পিএফজির সমন্বয়কারী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দি হাঙ্গর প্রজেক্টের এমআইপিএস প্রকেল্পের মাঠ সমন্বয়ক কুদরত পাশা।


সভায় বিগত দিনের অর্জন তুলে ধরে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে পিএফজির পক্ষ থেকে ছাত্রজনতার বিপ্লবের পর মানববন্ধন, আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন, আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হয়। তারা সভায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের পরিকল্পনা তৈরী করেন।


সভায় আরও বক্তব্য রাখেন, পিএফজি'র সদস্য ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ সিরাজ মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব ও সুজন'র সভাপতি মোঃ আবু সঈদ, বে-সরকারী উন্নয়ন সংস্থা পদ্মার নির্বাহী পরিচাললক সাজ্জাদুর রহমান, পিএফজি সদস্য ইউপি সদস্য লিটন মিয়া, পিএফজি সদস্য বিএনপি নেতা নিজাম উদ্দিন, যুবদল নেতা ছৈয়দ আলম, পিএফজি সদস্য জয়ন্ত তালুকদার পুলটন, ইমাম হাফিজ মোঃ জিয়াউর রহমান, হাফিজ হাবিবুর রহমান, কেশব চন্দ্র দেব, মনোজ কান্তি ভট্টাচার্য্য, জেসমিন আক্তার, আলেয়া বেগম, শেফালী আক্তার, ফারজানা আক্তার শিউলী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মান্নার মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি