শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

ভারতকে স্তব্ধ করে সাফের সেমিতে বাংলাদেশ

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৪ ০৭:৫৮:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
20

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে গ্রুপ পর্বে ৩-০ ব্যবধানে হারিয়েছিল মেয়েরা।


পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র’য়ের পর এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে নাম লিখিয়েছে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


ম্যাচে জোড়া গোল করেছেন তহুড়া খাতুন। চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও জালের দেখা মেলেনি কারও। প্রথম ম্যাচে ড্র করায় বাংলাদেশের সামনে কিছুটা সমীকরণের হিসেব নিকেশ ছিল।


সহজ সমীকরণে সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে হার এড়াতে হতো। তবে বাংলাদেশ ম্যাচে জয়ের জন্য খেলবে এমনটাই জানিয়েছিলেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। ম্যাচেও দেখা গেল সেই নিবেদন। শেষ পর্যন্ত ভারতে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে গেলেন সাবিনা-তহুরারা।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি