শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

লণ্ডনে বাউলসম্রাট শাহ আব্দুল করিম লোকোৎসব

  • প্রকাশের সময় : ১৩/১০/২০২৪ ০২:১৮:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
24

বৃটেনের কমিউনিটির নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে অর্ধশতাধিক সুনামধন্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে গত ৯ অক্টোবর দু’দিনব্যাপী এই প্রথমবারের মতো আরিয়ান ফিল্ম এবং গ্লোব টিভি আয়োজিত ‘বাউল শাহ আব্দুল করিম লোকোৎসব-২০২৪’ সফলভাবে সম্পন্ন হয়েছে।


ইউকে বিডি টিভির কালচারাল ডিরেক্টর ও উৎসব কমিটির সেক্রেটারি হেলেন ইসলাম , সুপ্রভা সিদ্দিকী, হাফসা ইসলাম, শেখ নুরুল ইসলাম এবং মতিউর রহমান তাজের সঞ্চালনায় বিশিষ্টজন ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে গত ৯ অক্টোবর দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সেন্ট্রাল লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে বাউল শাহ আব্দুল করিমের জীবনী নিয়ে প্রমাণ্যচিত্র প্রদর্শনীসহ গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘বন্দে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে’, ‘বন্ধুরে কই পাব সখী গো’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’, ‘তুমি বিনে আকুল পরাণ’সহ জনপ্রিয় অন্যান্য গান গাওয়া হয় অনুষ্ঠানে।


অনুষ্ঠানে লোক উৎসব কমিটির পক্ষ থেকে লন্ডনের সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন আনোয়ার চৌধুরী, আহবাব হোসেন, আলাউর রহমান, শেখ আলীউর রহমান, সিরাজ হক , জ্যোৎস্না ইসলাম, আকলু মিয়া, মাহি ফেরদৌস জলিল ও তাজরুল ইসলাম তাজ ।


প্রাণবন্ত উৎসবমুখর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, বৃটেনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডন বরো অফ বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরি, টাওয়ার হ্যামলেটেস এর সাবেক স্পীকার আহবাব হোসেন, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক অকাউন্টেন্ট মাহমুদ এ রউফ, কমিউনিটি লিডার সিরাজ হক, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, চ্যানেল এস এর ফাউন্ডার্স চেয়ারম্যান মিডিয়া ব্যাক্তিত্ব মাহি ফেরদৌস জলিল, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কবি মুজিবুল হক মনি, বিশিষ্ট ব্যবসায়ী আখলু মিয়া, কাউন্সিলর সাম ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান চৌধুরী, কাউন্সিলার, মুজিবুর রহমান জসিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি