শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ১৩/১০/২০২৪ ০১:২৭:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অফিস সহকারী ফারুক মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক। 


এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী মোঃ আতিউর রহমান, অফিস সহকারী সৌরভ রায় পার্থ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি