শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

রুদ্র সেনের পরিবারকে আর্থিক সহায়তা দিল শাবি প্রশাসন

  • প্রকাশের সময় : ১২/১০/২০২৪ ০৫:৫৭:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
16

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর্থিক সহায়তা হিসেবে তিন লাখ টাকার চেক প্রদানের পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী দেওয়া হয়।


শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রুদ্র সেনের নিজ বাড়ি দিনাজপুরে গিয়ে তাঁর পরিবারের নিকট এ সহায়তা প্রদান করেন শাবি উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো.ইসমাইল হোসেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর ড. মো. সামসুজ্জোহা ও অধ্যাপক ড.সোয়াইবুর রহমানসহ রুদ্র সেনের বাবা সুবীর সেন, মা শিখা বণিক ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এ বিষয়ে শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো.ইসমাইল হোসেন বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রুদ্রের পরিবারের সাথে দেখা করার পরিকল্পনা অংশ হিসেবে আজ তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রুদ্রদের পরিবারকে দুর্গাপুজা উপলক্ষে সামান্য উপহার ও তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপাচার্যসহ উপস্থিত অতিথিরা রুদ্রের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে উপাচার্য রুদ্রের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতিস্মারক স্থাপনের আশ্বাস দেন।’


প্রসঙ্গত, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে পুলিশের ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকায় পানিতে পড়ে মারা যান রুদ্র সেন৷ তিনি শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২০২২শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি