শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

ঢাকায় বাস চাপায় নিহত আইরিন: শাবিতে প্রতিবাদ

  • প্রকাশের সময় : ১০/১০/২০২৪ ০৬:২১:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ঢাকায় বাস চাপায় নিহত আইরিন: শাবিতে হত্যার প্রতিবাদ।
Share
20

রাজধানী ঢাকায় বাস চাপায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী তাসনিম জাহান আইরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। আইরিন শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।


বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই; আমার বোন কবরে, খুনি কেন বাহিরে; জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস; বিচার চাই বিচার চাই, আইরিন হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন।


এর আগে মানববন্ধনে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আল-আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেসুর রহমান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শাহিদুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খাইরুল ইসলাম রুবেলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।


মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত বুধবার আকাশ পরিবহণ ও সু-প্রভাত পরিবহনের অসুস্থ প্রতিযোগিতার জন্য আমাদের একটি তাজা প্রাণ হারাতে হয়েছে। ঢাকা শহরসহ বিভিন্ন জায়গায় চালকরা ফিটনেস বিহীন গাড়ি চালায়। তাদের অনেকের নেই লাইসেন্স। প্রশাসনকে এসব অব্যবস্থাপনার দিকে নজর দিতে  হবে এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’


আইরিনকে স্মরণ করে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. খাইরুল ইসলাম রুবেল বলেন, ‘আমাদের বিভাগে কোন সেমিনার লাইব্রেরি নেই। আমরা আইরিনের নামে একটি সেমিনার লাইব্রেরী তৈরি করতে চাই। পাশাপাশি প্রত্যেক বছর তার মৃত্যুর দিনে বিভাগের পক্ষ থেকে দোয়া মাহফিল  করার  বিষয়ে আমি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সাথে আলোচনা করবো।’ এসময় শিক্ষক-শিক্ষার্থীরা আইরিনের ছবি, ভিডিও অনলাইনে ব্যবহার না করার আহ্বান জানান।


উল্লেখ্য-বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় রাজধানীর প্রগতি সরণি এলাকায় বাস চাপায় নিহত হন শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আইরিন। এসময় তার বড় বোন আহত হয় বলে জানা গেছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি