সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

শাবি উপাচার্যের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : ০১/১০/২০২৪ ০৮:৪১:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ। 


মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টায়  ‘প্রশাসনিক ভবন-২’ এ শাবি উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।


সৌজন্য সাক্ষাৎকালে প্রথমে উপাচার্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা জানান। এসময় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সরকারি অর্থায়নে জেলা প্রশাসন কর্তৃক বৃত্তি চালু করার বিষয়ে আলোচনা করেন তিনি। এছাড়া হযরত শাহজালাল (র.) স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে একটি কর্নার স্থাপনের বিষয়ে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন শাবি উপাচার্য। 


সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল-জুনায়েদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার মো. ওমর সানী আকন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি